প্রকাশিত: Fri, Feb 3, 2023 3:51 PM
আপডেট: Tue, Apr 29, 2025 5:14 AM

প্যারিস অলিম্পিক গেমস বয়কট করতে পারে ৪০ দেশ

রিয়াদ হাসান: ফ্রান্সের প্যারিসে আগামী বছর অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসে  ৪০টি দেশ বয়কট করতে পারে বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের ক্রীড়া ও পর্যটনমন্ত্রী কামিল বোরনিউক। তিনি বলেন, রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের খেলতে দিলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিপুলসংখ্যক দেশের জোট প্যারিস অলিম্পিকে অংশ নেবে না। তবে যেকোনো ধরনের বয়কটে খেলোয়াড়দের ক্ষতিই করা হয়, মনে করিয়ে দিয়ে সম্ভাব্য বয়কটকারীদের সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের ২০২৪ অলিম্পিক প্রতিযোগিতায় অংশ নিতে অনুমোদন দেওয়ার পরিকল্পনা প্রথমে যৌথভাবে প্রত্যাখ্যান করে পোল্যান্ড, লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও লাটভিয়া। রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের সুযোগ দেওয়া হলে ইউক্রেনও প্যারিস অলিম্পিক বয়কট করবে বলে হুমকি দিয়েছে।  - বিবিসি 

কামিল বোর্নিউক বলেন, আইওসির ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বৈঠকের আগে সংস্থাটির পরিকল্পনা ঠেকাতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ৪০টি দেশ নিয়ে একটি জোট গঠন করা সম্ভব। জোট গঠনের বিষয়টি বিবেচনা করে আমি মনে করি, অলিম্পিক কমিটির আগে আমরা কোনো কঠিন সিদ্ধান্ত নেবো না। গত সপ্তাহে আইওসি ঘোষণা করে, রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের নিরপেক্ষ প্রতিনিধি হিসেবে প্যারিস অলিম্পিকে অংশ নিতে একটি পথ বের করবে। সংস্থাটি বলছে, শুধু পাসপোর্টের কারণে ক্রীড়াবিদদের কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়ায় বাধা দেওয়া উচিত নয়।  সম্পাদনা: এল আর বাদল